You are currently viewing Sylhet

Sylhet

স্বল্প খরচে সিলেট ট্যুর (৩ রাত ২ দিনের) :
রাতারগুল ,বিছানাকান্দি ,জাফলং , চা বাগান, মায়াবী ঝর্ণা, লালাখাল

#ভ্রমনের সময়ঃ ৩ রাত ২ দিন।

আমাদের আনুমানিক ট্যুর প্ল্যান:

দিন-০-বৃহস্পতিবার: রাতের বাসে করে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা।

দিন-১-শুক্রবার : সকালে সিলেট শহরে নেমে হোটেলে চেকিং করে সবাই ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিব। তারপর আমরা আমাদের ১ম দিনের ঘুরাঘুরি শুরু করব। আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিব তারপর জাফলং ঘুরে আমরা খাসিয়া পল্লি দেখে সংগ্রামপুঞ্জি গ্রাম ও সংগ্রামপুঞ্জি ঝর্না দেখে সিলেট শহরে ব্যাক। রাতের খাবার ও রাত্রিযাপন সিলেটে।

দিন-২-শনিবার : খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিব রাতারগুল ঘুরে সিলেট ব্যাক এবং সন্ধায় হযরত শাহজালাল (রাঃ) এর মাজার জিয়ারাত করা। তারপর রাতে বিখ্যাত পাচ ভাই এ ডিনার করে রাতের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্য রওনা।

দিন-৩-রবিবার : খুব ভোরে আমরা ঢাকা পৌছাব ইনশাল্লাহ।

ইভেন্ট ফিঃ
জনপ্রতিঃ ৫০০০ টাকা।
কাপল পলিসি ৫৫০০ টাকা( জনপ্রতি)।

আমরা যেসব স্পট ভ্রমন করবঃ
# জাফলং
#রাতারগুল
#বিছানাকান্দি
#সংগ্রামপুঞ্জি ঝর্না।
চাবাগান

যা যা থাকছেঃ
# ঢাকা-সিলেট-ঢাকা নন এসি বাসে যাতায়াত।
#সিলেট সাইটসিয়িং এর জন্য সকল প্রকার লোকাল ট্রান্সপোর্ট । যেমনঃ সি,এন,জি/লেগুনা/নৌকা।
#২দিনের ৩ বেলা করে খাওয়া মোট ৬ বেলার খাবার।
#শেয়ার বেসিসে হোটেলে থাকার ব্যাবস্থা।
#গাইড সেবা।

যা যা থাকছে নাঃ
# যে কোন প্রকার ব্যাক্তিগত খরচ।

Leave a Reply