You are currently viewing Explore Sandakphu-Darjeeling

Explore Sandakphu-Darjeeling

সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ। এই পর্বতের চূড়ার উচ্চতা ৩,৬৩৬ মিটার। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের ধারে পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে অবস্থিত এই শৃঙ্গ পূর্ব হিমালয়ের সিঙ্গালিলা গিরিশিরার সবচেয়ে উঁচু বিন্দু। সান্দাকফু অর্থ ‘Height of the Poison Plants’। সান্দাকফুর চূড়ার কাছে (বিখেভাঞ্জান থেকে) এক ধরনের বিষাক্ত গাছ একোনাইট জন্মায়। সেখান থেকেই এই নাম এসেছে ।

হিমালয়ের সুবিশাল ক্ষেত্রে ট্রেকিংয়ে হাতেখড়ির জন্য এই ট্রেককে বলা যায় আদর্শ। সান্দাকফু চূড়ার ৩৬০ ডিগ্রি ভিউ থেকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে ও মাকালু – পৃথিবীর পাঁচটি সবচেয়ে উঁচু শৃঙ্গের চারটিই সান্দাকফু থেকে দেখা যায়।

আমাদের দুইটা পোর্ট দিয়ে দুইটা টিম যাবে ।যাদের পোর্ট্ চেংরাবান্দা নেই তারা হরিদাসপুর দিয়ে যেতে পারবেন এতে অতিরিক্ত যে টাকা লাগবে তা আপনাকে বহন করতে হবে । অথবা চাইলে ঢাকা থেকে এডিশনাল পোর্ট অ্যাড করে আমাদের সাথেই যেতে পারেন।

যারা বেনাপুল দিয়ে কলকাতা হয়ে যাবে তারা একদিন আগে রওনা হয়ে ১৮/১১/১৮ শিলিগুড়ি তে চেংরাবান্দা পোর্ট টিমের সাথে এড হয়ে যাবে ।

যেখানে যেখানে ভ্রমন/ঘুরবো আমরাঃ

দার্জিলিং-এ বাতাশিয়া লুপ, জাপানিজ পিচ প্যাগোডা, মনেস্ট্রি, চা বাগান, এইচএমআই, মল রোড ও তার আশে পাশে।

সান্দাকফুর পথে পথে যা দেখবো আমরা
==========================
✅ মানেভাঞ্জন; ✅চিত্রে; ✅ মেঘমা
✅ তুমলিং; ✅ কালাপোখরি; ✅ সান্দাকফু

✔️✔️✔️২১ ,২২নভেম্বর ছুটি নিলে আপনি ৫ দিন ছুটি পাচ্ছেন ।

ছেলে-মেয়ে যে কেউ আমাদের সাথে জয়েন করতে পারবেন। দেখে নিতে পারেন আমাদের আইটিনারী/ভ্রমনসূচীঃ
❇️ Day-01 (19/11/18)
ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা।

❇️ Day-02 (20/11/18)
বুড়িমারী থেকে নাস্তা করে বর্ডার এর ফর্মালিটিজ সেরে বর্ডার থেকে ট্যাক্সিতে শিলিগুড়ি হয়ে জ্বীপে মানেভাঞ্জন/চিত্রে। নাইট স্টে।

❇️ Day-03 (21/11/18)
খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে জীপে করে সান্দাকফুর উদ্দেশ্যে যাত্রা। মেঘমাতে মেঘের খেলা দেখে তুমলিং এ হবে দুপুরের লাঞ্চ। সন্ধ্যা নাগাদ সান্দাকফু পৌছে সূর্যাস্ত দেখে সান্দাকফু-তে ট্যুরিস্ট লজে নাইট স্টে।

❇️ Day-03 (22/11/18)
খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশন হয়ে সানরাইজ দেখবো। নাস্তা শেষ করে জীপে করে ব্যাক করবো মানেভাঞ্জেন। দুপুরের খাবার খেয়ে চলে যাবো দার্জিলিং। নাইট স্টে দার্জিলিং।

❇️ Day-04 (23/11/18)
এদিন আমরা দার্জিলিং এ সাইট সিন করবো।

❇️ Day-05 (24/11/18)
সকাল সকাল নাস্তা করে বের হয়ে যাবো দার্জিলিং থেকে। দুপুরের খাবার হবে শিলিগুড়িতে। বিকেলের মধ্যে বর্ডার ক্রশ করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

❇️ Day-06 (25/11/18-Morning)
সকাল সকাল ঢাকা নেমে অফিস করতে পারবেন (যদি রাস্তায় মাত্রাতিরিক্ত জ্যাম না থাকে)

✔️ইভেন্ট ফিঃ
===============
৳ 15500 টাকা
(কাপল পলিসি 16500 টাকা ,এক্ষেত্রে শুধু দার্জিলিংয়ে কাপল রুম পাবে )

[ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স আর ব্যক্তিগত খরচ ছাড়া]

✔️টিম সাইজঃ 10-20 জন

✔️কনফার্ম করার শেষ তারিখ :- ০৮/১১/১৮

✔️যা যা থাকতে হবেঃ
==================
১। পাসপোর্ট
২। চেংরাবান্ধা বর্ডার দিয়ে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা
৩। ডাউন জ্যাকেট, ব্যাকপ্যাক, ট্রেকিং সু।

✔️যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
========================
১.বাসে যাত্রা বিরতির খাবার
২. যে কোন পার্কের এন্ট্রি ফি
৩. ব্যাক্তিগত ওষুধ

✔️প্রয়োজনীও কাগজপত্র যা যা লাগবে
=========================
১। পাসপোর্ট ও ভিসার ফটোকপি
২। ছবি ৫কপি
৩। এনওসি (চাকুরীজীবীদের জন্য)
৪। NID এর ফটোকপি।
৫। ভিসিটিং কার্ড/অফিস আইডি কার্ড

⚜️⚜️বুকিং সিস্টেম ⚜️⚜️
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

✳️ পুরোপুরি কনফার্ম থাকলে বাস ভাড়ার 5000 টাকা (অফেরতযোগ্য) বিকাশের মাধ্যেম প্রদান করে অথবা ব্যাংকে ডিপোজিটের মাধ্যমে আসন কনফার্ম করতে হবে। অথবা

✳️ কনফার্মের শেষ তারিখ:30-09-2018 (আসন খালী থাকা সাপেক্ষে)

*ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড
একাউন্টের নাম : Air Confidence
একাউন্ট নম্বর : 107.110.0026555
শাখা : Kawranbazar (যেকোন শাখা থেকে জমা দেয়া যাবে)

Social Islami Bank Limited( SIBL)
একাউন্টের নাম : Air Confidence
একাউন্ট নম্বর : 027.133.000.8185
শাখা : Banani (যেকোন শাখা থেকে জমা দেয়া যাবে)

❇️ বাকী টাকা যাত্রার দিন পরিশোধ করতে হবে।

❇️ ❇️ টাকা পাঠিয়ে নিচের বিষয়গুলো উল্লেখ করে এই নাম্বারে
(Rana -01907473510, 01911769832) এস এম এস করতে হবে।
এসএমএসে যা উল্লেথ করতে হবে:
আপনার নাম, ফোন নং, টাকার পরিমান, যে নাম্বার থেকে পাঠিয়েছেন।
❇️ ব্যাংকে ডিপোজিট করলে ডিপোজিট স্লিপের ছবি ইভেন্টে পোস্ট করবেন অথবা আমাদের ইনবক্স করবেন।

যেকোন প্রয়োজনে বা তথ্যের জন্য :
বুকিং করতে বা বিস্তারিত জানতে ফোন করুন- 01907473510, 01712567525.

Leave a Reply