You are currently viewing Explore Kashmir

Explore Kashmir

TOUR NAME: EXPLORE KASHMIR
BY AIR

Kashmir is the northernmost geographical region of the Indian subcontinent. Until the mid-19th century, the term “Kashmir” denoted only the Kashmir Valley between the Great Himalayas and the Pir Panjal Range. Today, it denotes a larger area that includes the Indian-administered territory of Jammu and Kashmir (which includes the region of Jammu, Kashmir Valley, Ladakh and Siachen), the Pakistani-administered territories of Azad Kashmir and Gilgit-Baltistan, and Chinese-administered territories of Aksai Chin and the Trans-Karakoram Tract.

ট্যুর প্লান :-

২৭/১২/১৮ দিন ০০:-ঢাকা থেকে কলকাতা এসি বাসে করে ।

২৮/১২/১৮ দিন 1: কলকাতায় আগমন। কলকাতায় সাইটসিন এবং রাতে থাকা।

২৯/১২/১৮ দিন 2: কলকাতা থেকে ফ্লাইটে করে শ্রীনগরের উদ্দ্যশে রওনা , শ্রীনগরে রাতে থাকা ।

৩০/১২/১৮ দিন 3: শ্রীনগর সাইটসিন। রাতে শ্রীনগরে থাকা ।

৩১/১২/১৮ দিন 4: গুলমার্গ সাইনসিন করে রাতে শ্রীনগর / গুলমার্গে থাকা ।

০১/০১/১৯ দিন 5: সোনামার্গে স্সাইটসিন করে ,রাতে শ্রীনগর হাউসবোটে থাকা ।
০২/০১/১৯ দিন 6: পাহলগম সাইটসিন করে , পাহলগামে রাতে থাকা ।
০৩/০১/১৯ দিন 7 :পাহলগাম থেকে শ্রীনগরের উদ্দশ্যে রওনা ।বিকেল/রাতের ফ্লাইটে কলকাতার উদ্দ্যশে রওনা ।

০৪/০১/১৯ দিন 8: কলকাতা নাইট যে যার মত শপিং করে নিবে ।
০৫/০১/১৯ দিন 9: খুব সকালে ঢাকা যাওয়ার জন্য বাস ধরবো ।

যেহেতু শীতকাল থাকবে এবং কাশ্মীর জুরেই বরফ থাকবে ।তাই ঠান্ডার অবস্থা বুজে পাহেলগাম/সোনমার্গের রাতে থাকার প্লান পরিবর্তন হতে পারে ।সেক্ষেত্রে শ্রীনগরে থাকা হতে পারে ।সেটার সিদ্ধান্ত তখন সবাই মিলেই নিতে পারবো ।

॥ইভেন্ট ফি :- 47,000 টাকা ॥(ভিসা নিজের করে নিতে হবে )
॥কাপল পলিসি :- 49,000 টাকা ॥
(বাচ্চাদের খরচ আলোচনা সাপেক্ষে )

যেহেতু বাই এয়ার ট্রিপ ,সেক্ষেত্রে এয়ার ফেয়ারটা হচ্ছে সবচেয়ে গূরত্বপূর্ন ।তাই আমাদের নির্দিষ্ট ডেটলাইনের ভিতরে যারা বুকিং মানি না দিবে ,তাদের ক্ষেত্রে এয়ার ফেয়ার অনুযায়ী ইভেন্ট ফি বারবে ।

যে কেউ শ্রীনগর থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারবেন ।যাদের বাজেট সমস্যা তারা তিনদিন আগে ট্রেনে রওনা হয়েও শ্রীনগরে এসে আমাদের সাথে জয়েন করতে পারবেন ।

আগ্রহী যারা যেতে চান তারা অগ্রিম ২০,০০০ টাকা (অফেরতযোগ্য )সরাসরি ,বিকাশ,রকেট অথবা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে আপনার যাওয়া নিশ্চিত করতে পারেন ।

কনফার্ম করার লাস্ট ডেট :- 14/11/18

*ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড
একাউন্টের নাম : Air Confidence
একাউন্ট নম্বর : 107.110.0026555
শাখা : Kawranbazar (যেকোন শাখা থেকে জমা দেয়া যাবে)

Social Islami Bank Limited( SIBL)
একাউন্টের নাম : Air Confidence
একাউন্ট নম্বর : 027.133.000.8185
শাখা : Banani (যেকোন শাখা থেকে জমা দেয়া যাবে)

❇️ ❇️ টাকা পাঠিয়ে নিচের বিষয়গুলো উল্লেখ করে এই নাম্বারে
(Rana -01907473510, 01911769832) এস এম এস করতে হবে।
এসএমএসে যা উল্লেথ করতে হবে:
আপনার নাম, ফোন নং, টাকার পরিমান, যে নাম্বার থেকে পাঠিয়েছেন।
❇️ ব্যাংকে ডিপোজিট করলে ডিপোজিট স্লিপের ছবি ইভেন্টে পোস্ট করবেন অথবা আমাদের ইনবক্স করবেন।

ট্রিপে যা যা থাকছে :-
১/ঢাকা -কলকাতা -ঢাকা -এসি বাসের টিকেট ।
২/কলকাতা -শ্রীনগর -কলকাতা -ফ্লাইটের টিকেট ।
৩/প্রতিদিন তিনবেলা খাবার ,সকাল এবং রাতে বাফেটে তারসাথে সাথে মাজে মধ্যে হাল্কা নাস্তা ।
৪/সকল লোকাল ট্রান্সপোর্ট ।
৫/থ্রি স্টার মানের হোটেলে থাকা ।

ট্রিপে যা যা থাকছে না :-
১/ট্রাভেল ট্যাক্স ।
২/বডারে যে কোন ধরনের স্পিড মানি ।
৩/প্যাহেলগাম এবং সোনমার্গে হর্স রাইড ।
৪/গোলমার্গের ক্যাবল কার /স্কাটিং ।
৫/যে কোন ব্যক্তিগত ঔষুধ ।
৬/যে কোন ব্যক্তিগন খরচ ।

যে কোন পোর্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা থাকলেই আপনি আমাদের সাথে যেতে পারবেন ।আর যদি কারো ভিসা না থাকে যে কোন তথ্য এবং সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

প্রয়োজনীয় কী কী লাগবে তা ট্রিপের ৩০ দিন আগে জানিয়ে দেয়া হবে ।

যে বিষয় গুলো মাথায় রাখতে হবে :-
১.অবশ্যই আপনাকে শক্ত মনমানসিকতা নিয়ে আসতে হবে ।
২.ট্যুরে এডমিনের যে কোন সিদ্ধান্তে কো-অপারেট করতে হবে ।
৩.যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে ।
৪.আনন্দ করবো কিন্তু তা লিমিটের মধ্যে ।
৫.গ্রুপে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ।
৬.ট্যুরে কোন প্রকার অবৈধ কাজ করা যাবে না ।

 

যেকোন প্রয়োজনে বা তথ্যের জন্য :
বুকিং করতে বা বিস্তারিত জানতে ফোন করুন- 01907473510, 01907473506

Leave a Reply