ভ্রমনের ধরনঃ রিলাক্স ও এডভেঞ্চার ট্যুর, বর্ষাকাল মানেই ঝর্ণার যৌবন।
সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে শিলংকে ব্রিটিশরা নাম দিয়েছিলো প্রাচ্যের স্কটল্যান্ড , প্রাচ্যের এই স্কটল্যান্ডের রুপে মুগ্ধ হয়ে প্রতিবছর সারা বিশ্ব থেকে হাজার হাজার টুরিস্ট আসে শিলং এর রুপ দেখতে । তাই এবারে আমরাও যাচ্ছি সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। মেঘালয়ের ট্যুরিস্ট স্পট গুলো সম্পর্কে লিখে শেষ করা যাবে না। তাই আর কথা না বাড়িয়ে দেখে নেই আমাদের ট্যুর প্ল্যান।
আমাদের আনুমানিক প্ল্যানঃ
আগস্ট ২৩ (বৃহস্পতিবার)- দিন ০ঃ
রাতের বাসে ঢাকা থেকে রউনা সরাসরি সিলেট/বর্ডারের উদ্দেশে। মাঝ পথে হাইওয়ে চা বিরতি।
আগস্ট ২৪ (শুক্রবার)- ১ম দিনঃ
খুব সকালে/ভোঁরে বর্ডারে পৌঁছে সকালের নাস্তার পর্ব সেরে ফেলব । সেখানে বর্ডারের কার্যক্রম শেষে আমরা বর্ডার পার হয়ে চলে যাব বাংলাদেশের সিলেট থেকে দেখা পান্থুমাই ঝর্নায় (ইন্ডিয়ান নাম বোরহিল ফলস), এর পরে যাব উমক্রেম ঝর্নায়, সেখান থেকে মাওলিনং ভিলেজ (এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম)। এখানে দুপুরের খাবার শেষে চলে যাব লিভিং রুট ব্রিজ, সেখান থেকে সোজা শিলং এ। সন্ধ্যার মধ্যেই আমরা শিলং পৌঁছে হোটেলে চেক ইন, রাতের খাবার ও রাত্রি যাপন শিলং এ।
আগস্ট ২৪ (শনিবার)-২য় দিনঃ
সকাল ৭ টার মধ্যে সকালের নাস্তা সেরেই রউনা হব চেরাপুঞ্জির উদ্দেশে। সেদিন আমরা দেখব Nohkalikai falls, 7 sisters falls, Cherapunjee Eco park, Mawsumi cave, Wahkaba falls, Mawkodok view point সব কিছু দেখে সেখান থেকে সোজা শিলং এ। রাতের খাবার শিলং তে রাত্রি যাপন শিলং এ।
আগস্ট ২৫ (রবিবার)-৩য় দিনঃ
সকালের নাস্তা সেরে আমরা হোটেল চেক আউট করে আমরা গাড়িতে উঠে পরব এবং আমরা এই দিন দেখব শিলং এ অবস্থিত এলিফেন্ট ফলস, উমিয়াম লেক ভিউ পয়েন্ট, ওয়ার্ডস লেক, মদিনা মসজিদ। এইসব দেখে আমরা সোজা চলে যাবে সোনাং পেডেং গ্রামে (পাহাড়ের বুকে নদীর পারে অসাধারন একটি গ্রাম)। সেখানে রাত্রি যাপন ও রাতের খাবার।
আগস্ট ২৬ (সোমবার)-৪র্থ দিনঃ
ঘুম থেকে উঠেই চলে যাব সচ্ছ পানির সেই নদীতে, নদীর পার ঘুরে, গোসল করে পুরো গ্রাম ঘুরে দেখে আমরা সকালের নাস্তা করে রউনা হব ক্রাংসুরি ঝর্নায়, অসম্ভব সুন্দর এই ঝর্নায় ১ ঘন্টা সময় কাটিয়ে ৩ টার মধ্যে চলে আসব বর্ডারে। বর্ডার ক্রস করে বাংলাদেশের সীমানায় সন্ধ্যা ৫/৬টার মধ্যেই পা রাখব ইনশাআল্লাহ। এর পরে রাতের খাবার খেয়ে রাতের/সন্ধ্যার বাসে ঢাকা ব্যাক।
আগস্ট ২৭ (মঙ্গলবার))-৫ম দিনঃ
খুব সকালে সবাই ঢাকা পৌছাব ইনশাআল্লাহ।
**খরচ হবে**
ইভেন্ট ফিঃ
জনপ্রতিঃ ১০,৫০০ টাকা মাত্র।
ভিসা প্রসেসিং ও ট্রাভেল ট্যাক্স ছাড়া বাকী সকল কিছু এই টাকার অন্তর্ভুক্ত থাকবে।
কাপল পলিসিঃ
জনপ্রতিঃ ১২,০০০ টাকা মাত্র।
** যা যা থাকবে**
• ঢাকা-তামাবিল বর্ডার-ঢাকা নন এসি বাসে যাতায়াত
• প্রতিদিন রিজার্ভ ট্যুরিস্ট বাসে করে সকল স্পট ভ্রমন
• শেয়ার বেসিসে শিলং এ ভাল মানের হোটেলে ২ রাত এবং সোনাং পেডেং গ্রামে কটেজে ১ রাত থাকা।
• প্রতিদিন ৩ বেলা খাবার, যেখানে যেমন খাবার পাওয়া যাবে আমরা তার মদ্ধে ভাল খাবারের বেবস্থাই করব। তারপরেও সেখানকার পরিবেশ পরিস্থিতির উপর খাবারের মান নির্ভর করবে সেটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে।
•
• সকল স্পটের এন্ট্রি ফি।
আমাদের সম্ভাব্য খাবার মেনুঃ
# সকালের নাস্তাঃ
• পরটা/ সবজি/ ডিম/ চা অথবা
• পুরি সবজি/ চা ।
# দুপুরের খাবারঃ
• ভাত, মাংস/মাছ/ডিম/ সবজি, ডাল
• বিরিয়ানি অথবা
• ভুনা খিচুড়ি
# রাতের খাবারঃ
• ভাত, মাংস/মাছ/ডিম/ সবজি, ডাল, মিনারেল পানি
প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়ঃ
যে কোন বাক্তিগত (ফোন, টিপস, ক্যামেরা চার্জ, জরিমানা ইত্যাদি) এবং চিকিৎসা খরচ।
**বিস্তারিত তথ্যর জন্য যোগাযোগ** ০১৯০৭৪৭৩৫০৩-০৯
N:B-Tour guidance:+8801907473502
** বুকিং করার নিয়ম**
আগ্রহীগনরা অন্তত ৫০০০ টাকা পাঠিয়ে আপনার আসন নিশ্চিত করবেন।
মৌখিক কনফার্মেশন কোনভাবেই গ্রহনযোগ্য নয় এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কনফার্মেশন প্রক্রিয়া আসন ফাকা থাকা সাপেক্ষে আগস্ট এর ৫ তারিখ পর্যন্ত চলবে।
# বুকিং মানি পরিশোধের ঠিকানাঃ
*সরাসরি আমাদের অফিসে এসে টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে পারেন।
Contact : 02-48810630-31/ ০১৯০৭৪৭৩৫০৩-০৯
Office: NI Tower (Level-4), Road- 10, Block- E, Banani, Dhaka, Bangladesh
Facebook: https://www.facebook.com/